Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে করোনায় দু’জনের মৃত্যু, আক্রান্ত আরো ২৫

যশোর প্রতিনিধি

মঙ্গলবার যশোরে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এ রোগে প্রথমবারের মতো একজন স্বাস্থ্যকর্মীসহ দু’জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৪০ জনে। করোনায় মৃত মতিয়ার রহমান শার্শা উপজেলার বাগআঁচড়া উপস্বাস্থ্য কেন্দেুর উপসহকারী মেডিকেল অফিসার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয় ৫৫ বছর। ৩০ আগস্ট রাত ১১টার দিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এছাড়া, সোমবার সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের মা আনোয়ারা খাতুন (৯৩) মারা গেছেন। যশোরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা দু’জনই করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪০ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, যশোর মেডিকেল কলেজ অধ্যক্ষের মা আনোয়ারা খাতুন ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। এছাড়া, বাগআঁচড়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মতিয়ার রহমান গত ১৮ আগস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২০ আগস্ট তিনি পজিটিভ হন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, যবিপ্রবি থেকে আসা মঙ্গলবার ৯৫ নমুনার ফলাফলে ২৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে ৮টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ১০ জন, অভয়নগরের ১১, বাঘারপাড়ার ৩ ও চৌগাছার ১ জন। মোট সুস্থ্ হয়েছেন ১৯শ’৬২জন । এদিন বিকেল পর্যন্ত যশোরে শনাক্ত রোগী ছিল ৩ হাজার ২শ’৯২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন