Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছা থানা মার্কেটে চুরি

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছা থানা মার্কেটসহ ৭ দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা দোকানের শার্টার ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থসহ মালামাল নিয়ে গেছে। থানা মার্কেটে চুরি হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পারবাজার থানা মার্কেটের তিনটি ও তার সামনের মার্কেটের চারটি দোকানে চুরি হয়েছে। এর মধ্যে একটি সারের দোকান, রঙের দোকান, মোবাইলের দোকান, দুটি মুদিখানা ও দুটি জুয়েলারির দোকান রয়েছে।

সার ও কীটনাশকের দোকান, তামান্না এন্টারপ্রাইজের মালিকের সেলিম হোসেন জানান, সকালে এসে দেখেন দোকানের শার্টার ভেঙে ক্যাশবাক্স থেকে ৬৩ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

একই মার্কেটে হাসান টেলিকমের মালিক মনিরুজ্জামান জানান, চোরেরা দোকানের শার্টার ভেঙে ক্যাশ থেকে ১২ হাজার টাকা ও রিচার্জ কার্ড নিয়ে গেছে। থানার সামনের মার্কেটের নুর স্টোরের মালিক নুর ইসলাম জানান, তার মুদি দোকানের শার্টার ভেঙে নগদ ৬ হাজার টাকা ও প্রায় ৫ হাজার টাকার সিগারেট নিয়ে গেছে।

এ মার্কেটের ঈতিকা হার্ডওয়ারের মালিকের স্ত্রী ইয়াসমিন সুলতানা জানান, তাদের দোকানের শার্টার ভেঙে চোরেরা নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, চুরির ঘটনা শুনেছি। চোর ধরার জন্য অভিযান চলছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন