Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার করোনা টেস্টের ফলাফলে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন যশোরের ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এছাড়া ১৪৯ জনের ফলাফল নেগেটিভ এসেছে। এসব তথ্য জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

যশোরের সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ রনি জানান, জেলায় মোট ১৯১ জনের নমুনার মধ্যে ৩৫জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে তিন হাজার ১শ’ ৬৭ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৯শ’ ১৯ জন। মারা গেছেন ৩৮ জন। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২০, কেশবপুর ২, ঝিকরগাছা ১, শার্শা ২, মনিরামপুর ৩, বাঘারপাড়ায় ৩ ও অভয়নগর ৪ জন রয়েছেন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন