বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চৌগাছা ছাত্রলীগ সভাপতিসহ দু’জনকে পিটিয়ে জখম

যশোর প্রতিনিধি

পূর্ব শত্রুতার জের ধরে চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে (৩০) পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। একই ঘটনায় মিঠুন বিশ্বাস নামে আর একজনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ইব্রাহিম হোসেন চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে এবং মিঠুন বিশ্বাস একই গ্রামের মইন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় শনিবার রাতে চৌগাছা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত ইব্রাহিম হোসেনের ভাই জাহিদ হাসান মিলন।

হাসপাতালে ভর্তি আহত ইব্রাহিম বলেন, ‌শুক্রবার রাত নয়টার দিকে আমি চৌগাছা শহর থেকে নিজ গ্রাম বেড়গোবিন্দপুর যাচ্ছিলাম। বাঁওড় ব্রিজের কাছে পৌঁছালে ১০-১৫ ব্যক্তি ধারালো দা, লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় দা ও লোহার রডের আঘাতে আমার দুই পা মারাত্মক জখম হয়। একই সময়ে আমার সাথে থাকা মিঠুনকেও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।’

ইব্রাহিম জানান, হামলাকারীদের মধ্যে বেড়গোবিন্দপুর গ্রামের পারভেজ, মহব্বত মল্লিক, রকি, বিপুল মল্লিক ও আলমকে তিনি চিনতে পেরেছেন। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার ভাই জাহিদুর রহমান মিলন সাবেক ছাত্রলীগ নেতা শামীমসহ ১৩ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলা নম্বর ৬।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন