রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলবাড়ি দিবসে এশিয়া এনার্জিকে বহিস্কারসহ ছয় দফা দাবি

যশোর প্রতিনিধি

ফুলবাড়ি দিবসে এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ছয় দফা দাবিতে যশোরে সমাবেশ করেছে তেল-গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। বুধবার প্রেসক্লাব যশোরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে যশোর সরকারি এমএম কলেজের শহীদ মিনারে ২০০৬ সালের এ দিনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা শাখার সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোরের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

নেতৃবৃন্দ উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ, ২৬ আগস্ট ২০০৬ এ নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ৬ দফা মেনে নেয়ার দাবি জানান।

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন