Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে দুই ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার রুপদিয়া জিরাট বোসপাড়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং দোকান লুটপাটের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, চাউলিয়া বিশ্বাসপাড়ার জয়নাল বিশ্বাসের দুই ছেলে সাকিল বিশ্বাস (২৮) এবং আশিক বিশ্বাস (২০)।

জিরাট বোসপাড়ার ব্যবসায়ী অশোক কুমার রায় থানায় দায়ের করা মামলায় বলেছেন, রুপদিয়া বাজারে তার রায় স্টোর নামে একটি মুদি দোকান আছে। গত এক মাস ধরে ওই দুই ভাই বিভিন্ন স্থানে তার কাছে টাকা দাবি করে আসছে। টাকা না দিলে খুন জখমের হুমকি দেয়। গত ৯ আগস্ট বিকেলে দুই ভাইসহ অজ্ঞাত ৩/৪ জন তার দোকানে যায় এবং চাকু দেখিয়ে হুমকি দিয়ে দোকান থেকে ৫ বস্তা চাল, ১৫ লিটার তেল, বিভিন্ন প্রকার সাবান, ডিটারজেন্ট পাউডার, সিগারেট এবং ক্যাশ বাক্সে রাখা ৫৭ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দেয় এ ঘটনা কাউকে বললে খুন করা হবে। এরপর গত ১৬ আগস্ট তারা ফের ওই দোকানে যায় এবং অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। এ ঘটনার কোন প্রতিকার না পেয়ে তিনি সোমবার রাতে থানায় মামলা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন