Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে চারশ’ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

যশোর প্রতিনিধি

কম মূল্যে ফেনসিডিল কিনে বেশি দামের আশায় বেনাপোল সীমান্ত থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচারকালে একটি চালান উদ্ধার করেছে র‌্যাব যশোরের সদস্যরা। শুক্রবার রাতে যশোর চাঁচড়াস্থ যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে যশোরগামী প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার চালকসহ তিনজন আটক হয়েছে।

আটককৃতরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল হোসেন, একই থানার যাদবপুর গ্রামের মনিরের ছেলে প্রাইভেট কারের চালক মহাসিন ও উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আলী হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি পুলিশ পরিদর্শক ওহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে তারা গোপন সূত্রে খবর পান নাভানের দিক হতে একটি প্রাইভেট কারে ফেনসিডিল বহন করে যশোরের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার পর যশোর বেনাপোল সড়কের চাঁচড়া গ্রামের যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে অবস্থান নেয়। এসময় তারা প্রাইভেট কারটি (ঢাকা মেট্টো গ-১৩-৩২৫৪) থামার সংকেত দেয়। কার চালক গাড়ি থামানোর সাথে সাথে তিনজনই নেমে পালানোর চেষ্টা করে। র‌্যাবের সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে গাড়ির পিছনে থাকা দু’টি প্লাস্টিকের বস্তায় ২শ’ বোতল করে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন