Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎবরনকারী এবং করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মর শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর অতিথিদের বার্ষিক প্রতিবেদনের ফাইল প্রদান করেন সাধারন সম্পাদক মোতাহার হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ- জামান খান।

উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সামছুর রহমান,  দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নুরুল ইসলাম খান। এরপর উন্মুক্ত আলোচনায় সাধারণ সদস্যরা অংশগ্রহন করেন। তাদের প্রশ্নের উত্তর দেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।

দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকোট আবু বক্কর সিদ্দিকি, প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন