Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর হত্যাকান্ডে রিমান্ডে থাকা ৫ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ

যশোর প্রতিনিধি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর বন্দী খুনের ঘটনায় আটক কেন্দ্রের তত্বাবধায়কসহ ৩ কর্মকর্তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন কর্মকর্তা হলেন, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদ, সহকারী তত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম।

মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর চাঁচড়া ফাড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে বন্দী নির্যাতন ও খুনের ব্যাপারে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাদের রিমান্ড আবেদন জানানো হবে।

এর আগে রিমান্ডে নেয়া কেন্দ্রের আরো ২ কর্মকর্তা সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। হত্যার ঘটনায় পুলিশ ওই কেন্দ্রের ৫ কর্মকর্তাকে আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন