Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের নগদ অর্থ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের খেলোড়ার, প্রশিক্ষ ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের হলরুমে এর আয়োজন করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফিরোজুল ইসলামসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাগেরহাটের ৪৫ জন খেলোয়ার, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন