রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে মাছ চুরির সময় হাতেনাতে দুই চোর আটক

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের ফলতিতা এলাকায় নিরাপদ রাহার ঘের থেকে মাছ চুরি করার সময় স্থানীয়রা দুইজনকে হাতেনাতে ধরেছে এবং একজন পালিয়ে গেছে বলে জানান।

বুধবার রাত ৯ টার সময় মাটিয়ার গাতির আব্দুল্লাহর পুত্র হোসেন (২২) এবং যশোরের তানভীর ইলিয়াস নামের দুই ব্যক্তিকে গুটো পেতে মাছ ধরার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে।

ঘের মালিক বলেন, ‌’আজ বিকালে মাছের ঘেরে খাবার দেওয়ার সময় ঘেরে গুটো পাতা দেখে সন্দেহ হয়।পরবর্তিতে এলাকার কয়েকজনকে নিয়ে পাহারা দিয়ে দুইজন ধরা পড়েছে এবং তাদের সাথে থাকা অন্যজন পালিয়ে গেছে বলে জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন