বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে আব্দুল গফফার (৬০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের মাঠে কাজ করার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তিনি মারা যান।নিহতের মরদেহ দাফন-কাফনের জন্য বাড়িতে নিয়েছে স্বজনরা।

নিহত আব্দুল গফফার সৈয়দ মহল্লা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। ফকিরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল গফফার নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের লোকেরা উদ্ধার করেছেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন