বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে শিপন শেখ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুনিয়া এলাকার সেকেন্দার আলীর বাড়ি থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৪১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত শিপন শেখ উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত দাউদ আলী শেখের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, উপজেলার কুনিয়া গ্রামের সেকেন্দার আলীর বাড়ি থেকে তার জামাতা শিপন শেখকে আটক করা হয়েছে। আটককৃত শিপনের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৪১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় শিপনের স্ত্রী শারমিন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শিপনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন