Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিতলমারীতে ৪শ’ পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এলজি এসপি-৩ প্রকল্পের আওয়তায় ৪শ’ পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চিতলমারী সদর ইউনিয়ন ও চরবানিয়ারী ইউনিয়নের উদ্যোগে এ স্বাস্থ্য সুরক্ষা উকরণ বিতরণ করা হয়।

সোমবার দুপুর ১ টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও বেলা ২ টায় চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক পৃথক ভাবে ৪শ’ পরিবারের মধ্যে এ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বাগেরহাট এর উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, সহকারী কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা বড়াল ঝর্ণা, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডল ও সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন