Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ১২

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পিলজংগ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়  ১২ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে  পূর্ব শত্রুতার জের ধরে পিলজংগ ইউনিয়নের কলমের দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পিলজংগ ইউনিয়নের মৃত আমীন মশাদীর পুত্র সত্তার মশাদী(৭০),সত্তার মশাদীর পুুত্র এবারাত মশাদী(৪৫), হারুন মশাদীর পুত্র নাঈম মশাদী (১৬), শহিদ শেখ এর পুত্র মনিরুল শেখ(২৫), হাবি গাজির পুত্র সুমন গাজী(২৬), সত্তার মশাদীর পুত্র এশারাত মশাদী(৪৭), আস্বাব শেখের স্ত্রী আম্বিয়া বেগম(৩৬), শহিদ শেখের স্ত্রী ঝর্না বেগম(৫০), মৃত আবু বক্কার শেখের কন্যা আছমা বেগম(৫০), মৃত জাফর মশাদী স্ত্রী হেলেনা বেগম(৬২), ফারুখ শেখের পুত্র সাব্বির শেখ (১৮), আনজিরা বেগম(৫৫)।

স্থানীয়রা আহতদের দ্রত ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এর মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আহতদের পরিবারের সাথে কথা হলে তারা জানান বিষয়টি ফকিরহাট মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পিলজংগ ইউনিয়নের কলমের দোকান সংলগ্ন স্থানে মসজিদের নেমপ্লেট লাগানোর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

খুলনা গেজেট/এআইএন / এমএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন