রবিবার । ২৫শে জানুয়ারি, ২০২৬ । ১১ই মাঘ, ১৪৩২

বাগেরহাটের গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির শৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা খাতুন সীমা যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। তাদের ৬ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা দাগ রয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ রান্না করছিলেন। সাড়ে ১২টার দিকে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ আটকা থাকায় নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসেন। পরে তার দাদা উকি দিয়ে পুত্রবধূকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে শৌচাগারের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিকটিমকে মৃত রক্তাক্ত অবস্থায় পান।

তিনি আরও বলেন, যতদূর জেনেছি ভিকটিম একজন মানসিক রোগী ছিল। এর আগে গলায় গামছা দিয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন