শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

ফকিরহাটে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

​ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবক। বৃহস্পতিবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের বড় খাজুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন