শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

ভোটের গাড়ি সচেতন করছে জনগণকে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানের নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার জন্য গাড়িটি জেলার মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়। দুপুর ১২টায় স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে। এই গাড়িটি কোনো প্রার্থীর প্রচার করছে না, বরং দক্ষ প্রার্থী বেছে নেওয়ার বিষয়ে প্রচারণা চালানো হয় গাড়ি থেকে।

ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সংস্কৃত ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্র হিনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হচ্ছে গাড়ি থেকে। এর মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচনের মাধ্যমে সচেতন হচ্ছে।

ভোটের গাড়ির এই প্রচারণায় গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে গাওলা ও কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ভোটের গাড়ি থেকে গণভোট ও নির্বাচন সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়। আজ শনিবার ফকিরহাট উপজেলার নলধা, লকপুর ও মূলঘর উপজেলায় একইভাবে প্রচার চালাবে গাড়িটি।

গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম বলেন, “এই গাড়িটির একটা আকর্ষণ রয়েছে। গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখান থেকে ভিডিও’র মাধ্যমে গণভোট, নির্বাচনসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনসহ সকল সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। যার ফলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন