শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো কচুয়ায় জমিদার বাড়ি ভাঙার কাজ

কচুয়া প্রতিনিধি

কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন জায়গার উপরে অবস্থিত ঐতিহাসিক ছোট রাজবাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার কাজ চলছিল। ওই স্থাপনাটি ইতিহাসের সাক্ষী থাকায় এবং ভবনটি অতি প্রাচীন হওয়ায় প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণের জন্য আবেদন প্রত্নতত্ত্ব বিভাগে জমা রয়েছে। এমন অবস্থায় ভবনটি ভেঙে বিক্রি করে দেওয়ায় স্থানীয়দের মাঝে আলোচনার শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ায় প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন গত ১৪ জানুয়ারি রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ও আপাতত ভবনটি আর না ভাঙার জন্য বাড়ির মালিকপক্ষকে অনুরোধ করেন। পরবর্তীতে সরকারি নির্দেশনা পাওয়ার পরে তাদের জানানো হবে। ইউএনওর হস্তক্ষেপে আপাতত ভাঙার কাজ বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন, “মঘিয়ায় অবস্থিত জমিদারবাড়িটি ১৯৮৬ সাল থেকে দেলোয়ার ও সরোয়ার ক্রয়সূত্রে বসবাস করে আসছে। তবে পূর্বে ঐ জমির উপর জমিদারবাড়ি ছিল। যা স্থানীয় বিভিন্ন মানুষের আকর্ষণ ছিল। পুরাতন স্থাপনাটি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হিসেবে ছিল।
উল্লেখ্য, ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন যেকোনো স্থাপনা ব্যক্তিমালিকানাধীন হলেও যদি তা প্রত্নতাত্ত্বিক বা ঐতিহ্যগত মূল্য বহন করে, তবে তা সংরক্ষণের বিষয়ে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়। এক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যগত সম্পদ সংরক্ষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন।

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন