শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

ফকিরহাটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

​ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ মোড়ল পিলজংগ এলাকার মৃত দিদার মোড়লের ছেলে।

​পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আবিদ মোড়ল টাউন-নওয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

​কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন