বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুকুরণ বেগম উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

​ফকিরহাট থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করে।

​এদিকে ওই নারীর মৃত্যুকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

​ঘটনার বিষয়ে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, শুকুরণ বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন