বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

অর্থ বছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দরে খালাস হয়েছে ৬৪ লাখ মেট্রিক টন পণ্য

মোংলা প্রতিনিধি

দেশ-বিদেশি পণ্য আমদানি-রপ্তানিতে এগিয়ে চলেছে মোংলা সমুদ্র বন্দর। চলতি অর্থ বছরে ১ কোটি ৩০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে বন্দরটি। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এ বন্দরকে ঘিরে অর্থনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন।

বন্দর সূত্রে জানা গেছে, দেশি বিদেশি আমদানি রপ্তানিকারকদের নজর এখন মোংলা সমুদ্র বন্দরের দিকে। অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ কম এবং নৌ, সড়ক ও রেল পথে পণ্য পরিবহন সহজ হওয়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের শুরুতেই কন্টেইনারবাহীসহ সব ধরনের জাহাজের আগমন বেড়েছে। দেশি-বিদেশি পণ্য আমদানির পাশাপাশি দেশি তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, যন্ত্রপাতি মোংলা বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে।

চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে পণ্য নিয়ে ৪৪০টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এরমধ্যে ২৭ টি কন্টেইনারবাহী জাহাজে করে বিভিন্ন প্রকারের বিদেশি পণ্য আমদানি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। সেখানে চলতি বছরের ৬ মাসে ১৭ হাজার ৪০০ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। একই সাথে ৬ মাসে ১৬ টি জাহাজে আমদানি হয়েছে ৫ হাজার ২২২টি জাপানি রিকন্ডিশন গাড়ি এ বন্দর দিয়ে খালাস করা হয়েছে।

মোংলা সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক শিল্পকারখানা, ইপিজেড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এতে সৃষ্টি হয়েছে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান। বন্দরে আমদানি-রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়ও।

মোংলা বন্দরের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, “মোংলা বন্দরে এখন বহুমুখী উন্নয়নের কাজ চলছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় উন্নয়ন, অগ্রগতি আর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার। বেশ কয়েকটি বড় বড় মেগা প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। জাহাজ বাড়বে, বাড়বে পণ্য আমদানি-রপ্তানির সংখ্যা, বৃদ্ধি পাবে রাজস্ব। যা থেকে দেশের অর্তনীতিতেও বড় অবদান রাখবে মোংলা সমুদ্র বন্দর।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন