বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় শুক্রবার (২ জানুয়ারি) রাতে পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, রাত আনুঃ ৯ টায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের পালেরহাট নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জি.এস পরিবহনের সাথে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন