বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে আগুনে পুড়ে হায়া বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার উৎকুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়া বিবি বরিশালের মরহুম জোনাব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, নিহত হায়া বিবি উৎকুল গ্রামে একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়ে কেউ নেই। তার বসতঘরটি ছিল মুলিবাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে তৈরি। ভোর রাতে আগুন লাগার বিষয়টি আশপাশের লোকজন টের পান। পরে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে ঘরের ভেতরেই আগুনে পুড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, আগুন রাতে লাগলেও কেউ খবর দেয়নি। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, ওই নারীর ধুমপানের অভ্যাস ছিল। ধারণা করছি বিড়ির আগুন, কয়েল বা ঘর গরম করার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন