বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

বাগেরহাটের চার আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

দীর্ঘদিনের জল্পনা—কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানান মনোনয়ন প্রাপ্তরা।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, বাগেরহাট—১ (চিতলমারী—মোল্লাহাট—ফকিরহাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।

বাগেরহাট—২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বাগেরহাট—৩ (মোংলা—রামপাল) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট—৪ (মোরেলগঞ্জ—শরণখোলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে। মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন