বাগেরহাটের ফকিরহাটে এনআই অ্যাক্ট মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত শেখ মজিবর রহমান (৭০) আসামির মৃত্যু হয়েছে।
তিনি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে শেখ মজিবর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন কুমার দাশ বলেন, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
মৃতের স্বজনরা জানান, মজিবর রহমান দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি একটি এনজিও ঋণের জামিনদাতা ছিলেন। ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় সার্টিফিকেট মামলা হয়, যার ভিত্তিতে তার দুই মাসের সাজা হয়।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তারের অল্প সময় পর অসুস্থ হয়ে পড়ায় পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

