বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার মোল্লাহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মোল্লাহাট বাজারে সার বিক্রেতাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত দামের প্রতি নজর দেন। সার বিক্রয় মনিটরিং কালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে রহমান ট্রেডার্স ও মেসার্স চৌধুরী ট্রেডার্স দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নগত আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সরকার নির্ধারিত দামে সার বিক্রয় করা বাধ্যতামূলক। যদি কোনো প্রতিষ্ঠান- এর উল্ল কার্যক্রম করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান যে, তারা যে কোনো ধরনের অসাধু ব্যাবসার তথ্য জানালে ভোক্তা অধিদপ্তর তা যথাযথভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।

