শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

রামপালে মিতালী ফুড প্রোডাক্টকে জরিমানা

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মিতালী ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফয়লাহাট এলাকায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির এক দায়িত্বশীল ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে প্রতিষ্ঠানের পণ্যে ভোক্তার অধিকার লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ১টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাজারে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও ভোক্তা সেবায় কোন অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন