শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় জমশেদ শেখ (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার সাধেরবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমশেদ শেখ উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি শেষে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জমশেদ শেখ। সাধের বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ভাই ইমরান শেখ বলেন, “আমার ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।”

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ধরনের দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তার জানা নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন