২৪ ঘন্টা অতিবাহিত হলেও সন্ধান মেলেনি মার্কিন প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮)। শনিবার বেলা ১২টার দিকে সুন্দরবনের ‘ম্যানগ্রোভ ভেলী’ রিসোর্ট থেকে সপরিবারে জালি বোটে করমজল যাওয়ার পথে ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে গিয়ে নিখোঁজ হন তিনি।
তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌপুলিশ ও বন বিভাগ। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। নিখোঁজ রিয়ানার সন্ধানে তার পরিবার এবং আত্মীয়-স্বজন মোংলায় অবস্থান করেছেন। শোকে বারবার মুর্চা যাচ্ছেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, নিখোঁজ ওই নারী পর্যটক এর সন্ধানে শনিবার দুপুর থেকে একটানা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বন বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের অভিযান চলছে। আমরা চেষ্টা করছি নিখোঁজ ওই নারী পর্যটককে জীবিত হোক অথবা মৃত হোক তার পরিবারের কাছে পৌঁছে দিতে।
খুলনা গেজেট/এমআর

