শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

মোংলায় পর্যটকবাহী বোট উল্টে নারী নিখোঁজ

মোংলা প্রতিনিধি

সুন্দরবন ভ্রমণ শেষে রিসোর্ট থেকে ফেরার পথে মোংলার ঢাংমারী খালে পর্যটকবাহী একটি বোট উল্টে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ দিকে ম্যাঙ্গ্রোভ ভ্যালি রিসোর্ট থেকে ১৪ জন পর্যটক বোটে করে মোংলার উদ্দেশ্যে রওনা দেন।

তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত কুমার গাইন জানান, ১৩ জন পর্যটক সাতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ রয়েছেন। তারা সবাই ঢাকার বাসিন্দা।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও নৌ পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালাচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন