বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মোংলার মাদক ব্যবসায়ী মুনসুর হেলাল মুন্সি ওরফে দুখু (৩৩) নামের এক যুবককে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ দন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
দুখু মোংলা পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কবর স্থান রোড এলাকার বড় পুকুর পাড় সংলগ্ন মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় এর উপ-পরিচালক জানান, মাদক বিরোধী অভিযানে সোমবার সকালে মাদক ব্যাবসায়ী দুখুকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আমিরুল ও জাফরুল সহ তাদের সদস্যরা।
পরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যাবসায়ী দুখুকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
খুলনা গেজেট/এএজে

