বাগেরহাটের মোল্লাহাটে কীটনাশক পান করে আত্মহত্যা চেষ্টাকারী গৃহবধূ পিয়াসী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত পিয়াসী উপজেলার কামারগ্রামের সজীব শেখের স্ত্রী।
এর আগে গত শুক্রবার নিজ ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ভিডিও কলে রেখে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে স্বজনরা উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। এর আগেও ওই নারী কীটনাশক পান করে সে যাত্রায় বেঁচে যান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, বিষয়টি শুনেছি তবে, এখন পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

