বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার সকালে উপজেলার জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হক জানান, বুধবার সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশে খবর দেয়। এরপর নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির লাশের বয়স প্রায় ৪০ বছর। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পঁচে গেছে। লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন