ফকিরহাট থানাধীন খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী আল আরাফা ফিলিং স্টেশনেরে সামনে সড়ক দুর্ঘটনায় সুলাইমান হোসেন নোমানী (৫৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ২টায় এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান হোসেন উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুলাইমান হোসেন নোমানী তার ছেলে হাফেজ জোবায়ের হোসেনের সাথে মোটর সাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।
আল আরাফা ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলে পেট্রোল ভরে হাইওয়ে সড়কে উঠলে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে ছেলে জোবায়ের হোসেন সুস্থ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে ঘাতক বাস আটক করতে পারেনি পুলিশ।
খুলনা গেজেট/এমআর

