মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

মোংলায় পুলিশের অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদ্রাসা রোডের আমির হোসেনের ছেলে শফিক (২৫), একই এলাকার মজিবুল হকের ছেলে আব্দুর রহিম (৫৮) এবং ৬ নম্বর ওয়ার্ডের রাতারাতি কলোনির লোকমান হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪)। তারা মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকা থেকে শফিক ও সাগরকে এবং মেরিন ড্রাইভ রোড এলাকা থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে মাদকদ্রব্যসহ আটক করে থানায় আনা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (৬ অক্টোবর) বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন