মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২
নিষেধাজ্ঞার শেষ সময়ে বাগেরহাটের বাজারে ভিড়

নাগালের বাইরে দাম, খালি হাতে ফিরলো ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও মজুত নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার শেষ সময়ে দক্ষিণাঞ্চলের অন্যতম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র বাগেরহাটের কেবি বাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে জেলেরা ইলিশ কম পাওয়ায়, দাম অনেক বেশি।

এদিন সন্ধ্যায় ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখল ছিল কেবি বাজার। ট্রলার থেকে নামানো ইলিশ উন্মুক্ত নিলাম পদ্ধিতিতে বিক্রির পাশাপাশি কিছু বিক্রেতা সরাসরি খুচরাও বিক্রি করছিলেন। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি দরে, ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে। এর থেকে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ফলে ভোক্তারা অনেকটা ক্ষুব্ধ। নাগালের বাইরে দাম থাকায় অনেকেই ফিরছেন খালি হাতে।

ইলিশ কিনতে আসা তানজিম শেখ বলেন, “বাচ্চা দুটোর জন্য ইলিশ কিনতে আসছিলাম। কিন্তু ফিরতে হচ্ছে হতাশ হয়ে।

নওরেশুজ্জামান লালন নামের এক ক্রেতা বলেন, “৩ হাজার টাকা এক কেজি ওজনের ইলিশ ভাই। এটা খুবই আশ্চর্যজনক। এত দাম দিয়ে কে মাছ কিনবে। এছাড়া ছোট ইলিশের দামও আমাদের নাগালের বাইরে।

কেবি বাজার মৎস্য আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, এবার তুলনামূলক মাছ অনেক কম এসেছে। অনেক ট্রলার মালিকের লোকসান হবে। আসলে আমদানি কম থাকলে দাম বেশি হবে এটা স্বাভাবিক।

অন্যদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগ। এছাড়া নিষেধাজ্ঞের সময়ে, যাতে কেউ মাছ আহরণ করতে না পারে এজন্য কোস্টগার্ড, বন বিভাগ, র‌্যাব, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর নদী সমুদ্র ও নদী মোহনায় টহল জোরদার করবে।

এই নিষেধাজ্ঞার আওতায়, সমুদ্র, সমুদ্রের মোহনা, নদী ও নদীর মোহনায় মাচ আহরন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর পাশাপাশি ইলিশ সংরক্ষণ, মজুদ, বাজারজাতকরণ ও পরিবহন সম্পুন্ন বন্ধ থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাহলে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার রাজ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন