বাগেরহাটের মোল্লাহাটে ছিনতাইকারীর গুলিতে উজ্জ্বল মোহন্ত (৩২) নামে এক এনজিও কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জয়দীঘী-২ মাদ্রাসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উজ্জ্বল মোহন্ত মোল্লাহাট উপজেলার চাউলচুরি এলাকার মনোরঞ্জনের ছেলে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, উজ্জ্বল মোহন্ত খুলনার বটিয়াঘাটায় একটি এনজিওতে কর্মরত। মঙ্গলবার অফিস শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে জয়দীঘী-২ মাদ্রাসা ঘাটের নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় একটি গুলি তার বুকের বাম পাশে লাগে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত উজ্জ্বলকে প্রথমে বাগেরহাট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানিয়েছেন।