বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা মোড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক এস কে এ হাসিবের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা দেয়াল ভেঙে ঘরে ঢুকে সোনা-গহনা, শাড়ি, আসবাবপত্রসহ আলমারি ও শোকেজ ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।
এস কে এ হাসিব বলেন, এই বাড়িটা নিচু হয়ে যাওয়ায় আমরা পাশের একটি ভাড়া বাসায় থাকি। আমাদের সব মালামাল এই বাড়িতেই রাখা ছিল। সকালে আমি আয়রন নিতে গিয়ে দেখি আলমারি ও শোকেজ ভাঙা, ঘরের সব তছনছ করা।
তিনি আরও বলেন, পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এনএম