বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

অব্যবস্থাপনায় আগ্রহ হারাচ্ছে শ্যামনগরের আকাশলীনা ইকোপার্কের দর্শনার্থীরা

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগরের ভ্রমণ পিপাসুদের ভ্রমণ তৃষ্ণা মেটাতে জুড়ি নেই আকাশলীনা ইকোপার্কের। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে চুনা ও মালঞ্চ নদীর কোল ঘেঁষে নির্মিত হয় এই ইকোপার্কটি।

জানা যায়, জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা’ খ্যাত ‘আকাশলীনা’ কবিতার নামে এই রিসোর্টের নামকরণ করা হয়। ২০১৫ সালে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে ২৫০ বিঘা জমির উপর গঠে উঠে নয়নাভিরাম আকাশলীনা ইকো ট্যুরিজম পার্ক। সেই থেকে এটি দেশী বিদেশি সকল পর্যটকের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

কিন্তু সম্প্রতি আকাশলীনা ইকোপার্কের পশ্চিম পার্শ্বের বড় টেইলটি ভেঙে যাওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

কালিগজ্ঞ থেকে ইকোপার্কে ঘুরতে আসা দর্শনার্থী শেখ মনসুর আহমেদ বলেন, “বৃষ্টির দিনে কাঠের টেইলগুলো পিচ্ছিল হয়ে আছে। তার উপর কয়েকটি জায়গায় ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে চলাচল করা খুবই ঝুঁকি পূর্ণ।”

আরও এক দর্শনার্থী মাহফুজা আক্তার জানান, “চলাচলের রাস্তার অবস্থা তো খুব খারাপ। বাচ্চাদের নিয়ে আসা এখন ঝুঁকি পূর্ণ। তাছাড়া পার্কের টয়লেটের অবস্থা নোংরা।”

আকাশলীনা ইকোপার্কে ঘুরতে আসা পর্যটক স্কুল শিক্ষিকা রেজিনা পারভীন বলেন, “শুনেছি আকাশলীনা ইকোপার্কে লাখ লাখ টাকা সরকারি ভাবে বরাদ্দ দেয়া হয়। কিন্তু পার্কের এই বেহাল দশা দেখে আমরা হতাশ।”

আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারের সুপারভাইজার আকাশ বলেন, “কাঠের তৈরি টেইলগুলো বেশ শক্ত হলেও জোয়ারের পানিতে ডুবে কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। এখন যেসব জায়গা ভাঙা বা নড়বড়ে সেগুলো মেরামত করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, “এগুলো চলমান প্রক্রিয়া। নষ্ট হবে আবার মেরামত করতে হবে। ক্রমাগত বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যেই এ সকল সমস্যার সমাধান করা হবে।”

বর্ষা শেষে অল্প দিনের মধ্যে শীতের শুরুতেই ভ্রমণ পিপাসু দেশী বিদেশী পর্যটকরা সুন্দরবনে ভিড় জমাবে। বহিরাগত পর্যটকরা শুরুতেই আকাশলীনা ইকোপার্কে আসেন ভ্রমন ক্লান্তি দূর করতে। কাঠের টেইল সহ অন্যান্য সমস্যা গুলোর দ্রুত সমাধান না করা হলে পর্যটকদের কাছে আকাশলীনা ইকোপার্কের সুনাম নষ্ট হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন