বাঘের তাড়া খেয়ে পশুর নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছে সুন্দরবনের দুইটি চিতা হরিণ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হরিণ দুটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা।
তাজুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, সকাল বেলা মোংলা চিলা ইউনিয়নের সিন্দুর তলা নামক স্থানে স্থানীয়রা হরিণ দুটিকে দেখতে পায়। নদীর পাড়ে মোংলা বন্দরের ভরাটকৃত বালুর উপরে হরিণ দুটি হাঁটাহাঁটি করছিল। হরিণ দুটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়। হরিণ দুটিকে এক নজর দেখতে সেখানে ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কোবির বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে হরিণ দুটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের বেলা বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি নদীতে ঝাঁপিয়ে পড়ে নদী সাঁতরে লোকালয়ে চলে গিয়েছিল। স্থানীয়দের সহায়তায় বনকর্মীরা হরিণ দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। হরিণ দুটি সুস্থ রয়েছে।
খুলনা গেজেট/এএজে