বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

“টেকসই উন্নয়নে পর্যটন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ রিয়াদুজ জামান, বাগেরহাট পর্যটন মোটেলের ব্যবস্থাপক এমডি আবুল কালাম মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, বাগেরহাটে সুন্দরবন, ষাটগম্বুজসহ দর্শনীয় নানা স্থাপনা রয়েছে। এসবকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে। এছাড়া সুন্দরবনকে রক্ষা করতে হলে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা এখনই বন্ধ করা প্রয়োজন। এছাড়া পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান কর্মকর্তারা।

অন্যদিকে দুপুরে বাগেরহাট পযটন ফোরামের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন