বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান, আটক-১

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে আদালতে করিডোরে নিষিদ্ধ ঘোষিত দলের জয়বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মোড়লগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষের সামনে এই স্লোগান দেয়া হয়।

এসময় উপস্থিত জনতা আল আমিন ফকির (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দেয়। সে মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা এলাকার এলেম ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় ৪১ জন আসামি মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে করিডোরে নিষিদ্ধ ঘোষিত দলের “জয় বাংলা” স্লোগান দেয়।

এসময় হুলস্থুল শুরু হলে ওই আদালতের বিচারক এজলাস থেকে খাস কামরায় চলে যান বলে একাধিক আইজনজীবী জানান। আদালত চত্বরে উপস্থিত জনতা আলামিন ফকিরকে ধরে পুলিশে সোপর্দ করে।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল।

মামলায় ৬৮ জন আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে বের হয়ে যায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত দলের স্লোগান দেয়ার ঘটনায় আল আমিন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন