শুক্রবার । ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ । ৪ঠা আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে ৬৮ মণ্ডপে চলছে প্রস্তুতি, দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফকিরহাট প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পূজার আর মাত্র ১২ দিন বাকি থাকায় সর্বত্র শুরু হয়েছে উৎসবের আমেজ। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর ফকিরহাটের ৮ ইউনিয়নে ৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় একটি বেশি। ইতোমধ্যেই কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।

সদর ও আশপাশের মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, শিল্পীরা বাঁশ, খড়, দড়ি ও কাদা-মাটির সংমিশ্রণে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও প্রতিমার গায়ে মাটির কাজ চলছে, আবার কোথাও তুলির আঁচড়ে রঙিন রূপ পাচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরসহ সিংহ, ময়ূর, প্যাঁচা প্রভৃতি ভাস্কর্য। একটি মণ্ডপে গড়ে ৫ থেকে ১০টি প্রতিমা তৈরি করা হয় বলে জানা গেছে।

উপজেলার পালপাড়ার প্রতিমা শিল্পী অরুণ পাল ও লিটন পাল জানান, এ বছর প্রতিমা তৈরির খরচ বেড়েছে কিন্তু মজুরি বাড়েনি। ধর্মীয় বিশ্বাস থেকেই তারা এ কাজে যুক্ত হলেও আর্থিকভাবে তেমন লাভবান হচ্ছেন না। তাছাড়া অতিবৃষ্টির কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে। আকারভেদে প্রতিটি প্রতিমার সেট ১৮ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একটি পূজাম-পের জন্য প্রতিমা তৈরি শেষ করতে গড়ে ১৮ দিন সময় লাগে।

ফকিরহাট উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট বলেন, “এবার উপজেলায় ৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদ্যাপন করতে পারব।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন