পরিত্যক্ত ভবনে মিলল নিখোঁজ ইজিবাইক চালকের লাশ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে একটি গরুর খামারের পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচ থেকে মুখে কচটেপ প্যাঁচানো নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মোল্লার (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কালদিয়া গ্রামের ইফাদ ডেইরি ফার্মের দুইতলা ভবনের নিচতলার সিঁড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি পিরোজপুর জেলার নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে বাগেরহাট শহরের মহিলা কলেজ সড়ক এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হত্যার শিকার ইজিবাইক চালকের স্ত্রী শিউলি বেগম বলেন, প্রতিদিনের মত শনিবার দুপুরে বাসা থেকে খেয়ে ইজিবাইক চালাতে বের হন। পরে বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে কল দিয়ে তার ভাইকে ইফাদ ডেইরি ফার্মের সামনে আসতে বলেন। কিছুক্ষণের মধ্যে শিউলি বেগমের ভাই নাসির শেখ ইফাদ ডেইরি ফার্মের সামনে আসলেও শহিদুল মোল্লাকে পায়নি। এরপর থেকেই তারা শহিদুল মোল্লাকে খুঁজতে থাকেন। রবিবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে তার স্বামীর লাশ শনাক্ত করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গরুর খামারের পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচ থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন