শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

বাগেরহাটে পশুরহাটের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি

আসন্ন কোরবানি উপলক্ষে বাগেরহাটে নির্দিষ্ট স্থানে পশুরহাট বসানো, পশুরহাটে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ফোরামের সদস্য নকীব নজিবুল হক নজু, এড. শরীফা খানম, রিজিয়া পারভীন, আহাদ উদ্দিন হায়দার, শাহিদা আক্তার, আলী আকবর টুটুল, এড. লুনা সিদ্দিকী, হাজরা শহিদুল ইসলাম বাবলু, কাজী মঞ্জুরুল হাসান উল্কাসহ আরও অনেকে।

স্মারকলিপিতে করোনা সংক্রমণরোধে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার প্রবেশ পথসমূহে চেকপয়েন্ট স্থাপন পূর্বক চলাচল নিয়ন্ত্রণ। অনুমোদিত ছাড়া পশুর হাট বসতে না দেওয়া। হাট সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার সুযোগ সৃষ্টি করা। জেলা ও পুলিশ প্রশাসনের পশুর হাট মনিটরিং কমিটিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ফোরামকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন