শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ফকিরহাটে মাদকসহ আটক-১

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজাসহ জালাল শেখ(৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মোঃ রুহুল আমিন। এসময় তার নিজ বাড়ি থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে ফকিরহাট মডেল থানায় আসামী জালাল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার মৃত ওমর আলী শেখ এর পুত্র জালাল শেখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন