Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তক্ষকসহ ৫ চোরাকারবারী আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত তক্ষক দুইটির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৪ লক্ষ ৩০ হাজার টাকা। এদের মধ্যে ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষকের ওজন ৪‘শ গ্রাম এবং এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের অপরটির ওজন ৩০০ গ্রাম। তক্ষক দুটিকে পাইকগাছা ফরেস্ট অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

আটকৃতরা হলেন, খুলনার পাইকগাছা এলাকার মোঃ সাইফুল ইসলাম(৩০), জিয়উল(৩০), রুবেল(২৫), রশিদ(২৬), এবং জয়নাল(৩০)।

বুধবার(০৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির দুইটি তক্ষকসহ ৫ চোরাকারবারীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমান আদালতে জরিমানা করে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন