বাগেরহাটে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানিয় সরকার এর উপ পরিচালক দেব প্রসাদ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা-হেনা, শিশু কর্মকর্তা মো আসাদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, শিক্ষাবিদ মোজাফ্ফর হোসেন, সাংস্কৃতিক কর্মি সরিফা হেমায়েত, সাংবাদিক আজমল হোসেনসহ বাগেরহাট এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু প্রতিনিধিরা।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন