Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রামপালে সমাজসেবক ইলিয়াসের মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক

রামপাল প্রতিনিধি

রামপালে বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আ’লীগ নেতা ইলিয়াস আহম্মেদ (৭০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জামাতা রাজীবুল রহমান লিটন জানান, বুধবার সন্ধ্যায় অসুস্থ হলে তাকে প্রথমে তাৎক্ষনিকভাবে মা ক্লিনিকে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় খুলনা মেডিকেলে নেওয়ার পথে শ্রীফলতলা ব্রীজের কাছে এলে তিনি জ্ঞান হারান। পরে খুমেক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের নামাজে জানাযা আসরবাদ সম্পন্ন হয়েছে ।

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আলী, গিলাতলা বাজার কমিটি, রামপাল উপজেলা মানবাধিকার কমিশন, প্রেসক্লাব রামপাল, মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে রক্ষা সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন